নিউজ ডেস্ক : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদ্য পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীকে সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
এতে বলা হয়, বীমা করপোরেশন আইন ২০১৯-এর ধারা ৯(১)(ক) অনুযায়ী সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর আইডিআরের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ জয়নুল বারী। ২০২২ সালের ১৫ জুন আইডিআরএ চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল সরকার। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি।
এক বছর আগে তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক সচিব দুলাল কৃষ্ণ সাহা। তবে গত ৯ সেপ্টেম্বর সাধারণ বীমা করপোরেশন থেকে পদত্যাগ করেন তিনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: