নিউজ ডেস্ক : বায়ুদূষণে বিশ্বের ১১৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান অষ্টম। রোববার সকাল ৯টায় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৫০। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও থাইল্যান্ডের চিয়াং মাই যথাক্রমে ২৪৫, ১৯৪ ও ১৮৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লুএইচও) এর মতে, বায়ু দূষণ প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটায়, প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বৃদ্ধির কারণে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: