এনএস ডেস্ক : চলতি পথের কোনো বাধা পেরোনো থেকে শুরু করে নিজের ইচ্ছায় যেকোনো জিনিস তুলতে পারবে রোবটটি। দরকার হবে না আলাদা কোনো কমান্ড বা প্রোগ্রামিং কোড। মানব মস্তিষ্কের কোষ দিয়ে তৈরি হলো রোবটের মস্তিষ্ক ইতিহাসে প্রথমবারের মতো।
রোবট চলতে পারে, মানুষের কাজ সহজ করতে পারে। তবে সব ক্ষেত্রেই কাজ অনুযায়ী রোবটকে পরিচালনায় তৈরি করে দিতে হয় আলাদা প্রোগ্রামিং কোড।
ইতিহাসে প্রথমবারের মতো কোনো রোবটের কৃত্রিম মস্তিষ্ক তৈরিতে তারা ব্যবহার করেছেন মানব মস্তিষ্কের কোষ। যার ফলে রোবট কোনো আলাদা প্রোগ্রামিং কোড ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে যেকোনো বাধা টপকে চলতে পারছে, নিজ ইচ্ছায় যেকোনো জিনিস তুলতে পারছে।
রোবটগুলোতে একটি কৃত্রিম মস্তিষ্কের পাশাপাশি রয়েছে একটি নিউরাল চিপও।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: