নিউজ ডেস্ক: ৬ আগস্ট পঙ্কজ ভট্টাচার্যের ৮৪তম জন্মদিন।
৬০ দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক আন্দোলনের সাহসী যোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা, ঐক্য ন্যাপ সভাপতি জননেতা পঙ্কজ ভট্টাচার্যের ৮৪ তম জন্মদিন।
উল্লেখ্য দীর্ঘ অসুস্থার পর গত ২৪ এপ্রিল ২০২৩ চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ ভট্টাচার্য মৃত্যুবরণ করেন।
৮৪ তম জন্মদিনে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: