নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব থেকে একযোগে চারজন সাংবাদিক পদত্যাগ করেছেন।
সোমবার (২৯ জুলাই) দুপুরে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের নিকট পদত্যাগপত্র জমা দিলে তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে আলফাডাঙ্গা পোস্ট অফিসের মাধ্যমে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি বরাবর রেজিস্ট্রি চিঠির মাধ্যমে এ পদত্যাগপত্র পাঠানো হয়।
পদত্যাগকারীরা হলেন, ২০২২-২০২৪ ইং কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর, কার্যকরী সদস্য কবীর হোসেন, প্রচার সম্পাদকের দায়িত্বে থাকা শাহরিয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতির গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ড, আর্থিক হিসাবের গড়মিল, প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে পক্ষপাতিত্বমূলক আচরণ, সদস্যদের অবমূল্যায়ন, জোরপূর্বক এজেন্ডা বিহীন সিদ্ধান্ত বাস্তবায়ন, ক্ষমতা কুক্ষিগত, চরম স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়ম অসঙ্গতি, ক্লাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় আমরা পদত্যাগ করেছি।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: