• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশ শ্রমিকদের জন্য আবারও উন্মুক্ত হলো মালদ্বীপের ভিসা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৯ পিএম
বাংলাদেশ শ্রমিকদের জন্য আবারও
উন্মুক্ত হলো মালদ্বীপের ভিসা

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি : ১৭ ডিসেম্বর মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এক ঘোষণায় এই তথ্য  জানিয়েছে, তবে অদক্ষ শ্রমিক  আসা আপাতত স্থগিত থাকবে।

বাংলাদেশী শ্রমিক আনার উপর নিষেধাজ্ঞা ছিল অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলায় ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে  প্রথম একবছরে জন্য করা হলেও বছরের পর বছর এটি বাড়িয়েছে  পূর্ববর্তী সরকার।

আগের সরকার  কর্তৃক চালু করা  তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফাইয়াজ ইসমাইল বলেছিলেন যে মালদ্বীপের আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রের এক লাখের বেশি শ্রমিক থাকার আইন। ২০১৯ সালের গণনা করে  বাংলাদেশের  দেড় লাখ শ্রমিক মালদ্বীপে আছে। 

এতে বলা হয়, কাজের ভিসায় ১১৪৬০৭ জন মালদ্বীপে  প্রবেশ করেছে, যাদের মধ্যে  ৬৩ হাজার অবৈধভাবে বসবাস করেছিলো।

প্রাথমিকভাবে এক বছরের জন্য বাংলাদেশি শ্রমিক  নিষিদ্ধ করার পর প্রতি বছর মেয়াদ বাড়ানো হয়।

বাংলাদেশি শ্রম নিষেধাজ্ঞার ফলে ভারত, শ্রীলঙ্কা নেপাল সহ ও অন্যান্য দেশ থেকে শ্রমিক  উল্লেখযোগ্য হারে বেড়েছে মালদ্বীপে।
 
অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলায় ইমিগ্রেশন এখন বড় ধরনের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।  দেশটিতে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধান খুঁজতে অভিযান শুরু করেছে ইমিগ্রেশন। এর মধ্যে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ জন শ্রমিক আটক করেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image