• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মালদ্বীপে বিক্ষোভ করা বাংলাদেশিদের নির্বাসিত করা হবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৩০ পিএম
নির্বাসিত করা হবে
মালদ্বীপে বিক্ষোভ করা বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের থীনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলি ইহসান।

মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৪ জুলাই) স্থানীয় গণমাধ্যম মিহারু এ তথ্য জানিয়েছে। 

এ বিষয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিনদেশী নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না। এটা দেশের ভিসা আইনের লঙ্ঘন।

এতে বলা করা হয়, গত শুক্রবার (১৯ জুলাই) বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আইল্যান্ডটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে অংশ নেন। 
 
প্রতিবেদনে আরও বলা হয়, একইভাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের কোনো ইস্যু নিয়ে প্রবাসে বিক্ষোভ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর এবং দূতালয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image