• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গ্রীক দেবী আফ্রোদিতি; আধুনিক গ্রীক পুনরুজ্জীবনের অনুপ্রেরণাদায়ক নিরবধি দেবী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:১৫ পিএম
আধুনিক গ্রীক পুনরুজ্জীবনের অনুপ্রেরণাদায়ক নিরবধি দেবী
গ্রীক দেবী আফ্রোদিতি

নিউজ ডেস্ক : গ্রীক পুরাণের সৌন্দর্য ও প্রেমের দেবী হলেন আফ্রোদিতি। গ্রীসের প্রাচীণ পৌরাণিক কাহিনীতে দেবী আফ্রোদিতির উপস্থিতি বিশেষভাবে পরিলক্ষিত হয়।আফ্রোদিতি, রোমান পুরাণে ভেনাস নামে পরিচিত।প্রাচীন গ্রীক ধর্মের অন্যতম দেবী তিনি। পৌরাণিক কাহিনীমতে দেবী আফ্রোদিতির জন্ম সাইপাস দ্বীপের অন্তর্গত পেফোস জলের ফেনা থেকে।সেখান থেকেই দেবীর আর্বিভাব।তিনি ছিলেন অপার সৌন্দর্য ও অপ্রতিরোধ্য আকর্ষণের প্রতীক।তাঁর গল্পগুলো মূলত প্রেম,ভালোবাসা ও ঐশ্বরিক হস্তক্ষেপের গল্পে সমৃদ্ধ।যা প্রায় অন্যান্য দেবতা এবং নশ্বর ব্যক্তির সাথে জড়িড বলে ধারণা করা হয়।দেবীর গুণাবলীর মধ্যে রয়েছে সৌন্দর্য এবং আবেগ জাগিয়ে তোলার অপার ক্ষমতা।যা দেবীকে পৌরাণিক কাহিনীতে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে।সাম্প্রতিক সময়ে গ্রীক দেবী আফ্রোদিতি বেশ প্রাসঙ্গিক।এখনো তিনি মানুষের আগ্রহ ও বিস্ময়ের জায়গা জুড়ে রয়েছে।দেবীর পুনরুত্থান শুধু অতীত স্মরণের জন্য নয়,এটি আজকের বিশ্বে দেবীর প্রাসঙ্গিকতা অন্বেষণের বিষয়ে গভীরভাবে উল্লেখযোগ্য।

চিত্রকলা থেকে ভাস্কর্য বিভিন্ন মাধ্যম জুড়ে শিল্পীরা আফ্রোদিতি থেকে অনুপ্রেরণা নিয়েছেন আধুনিক সংবেদনশীলতাকে প্রতিফলিত করার জন্য।সমসাময়িক চিত্রগুলো ক্ষমতায়ন,আত্ম-প্রেম এবং সৌন্দর্যের জটিলতার বিষয়ের ওপর প্রাধান্য দেয়।

দেবী আফ্রোদিতির জনপ্রিয়তার পুনরুত্থান গ্রীসের পর্যটনেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।দেবীর পৌরাণিক স্থান,সাইপ্রাসের পেফোসে আফ্রোদিতির মন্দির,দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে।ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সমৃদ্ধ স্থাপনাসমূহ পর্যটকদের অতীতের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি গ্রীক সংস্কৃতিতে রূপদানকারী গল্পগুলো অন্বেষণ করার সুযোগ করে দেয়।

দেবী আফ্রোদিতির পুনরুত্থান শুধুমাত্র গ্রীসের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী এর অনুরণন ঘটেছে।দেবী আফ্রোদিতি ক্ষমতায়নেরও প্রতীক বটে।দেবী আফ্রোদিতির আধুনিক পুনরুত্থানের সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে অন্যতম হলো ক্ষমতায়নের প্রতীক হিসেবে দেবীর পুর্নবিবেচনা।ঐতিহ্যগতভাবে তিনি সৌন্দর্য এবং প্রেমের সাথে যুক্ত দেবী হিসেবে চিত্রিত হলেও সমসাময়িক ব্যাখ্যাগুলো তাঁর স্বায়ত্বশাসন এবং শক্তির ওপর দৃষ্টি নিবদ্ধ করে এই আখ্যানটিকে পরিবর্তন করে।আধুনিক চিত্রায়ন লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের পক্ষে বৃহত্তর আন্দোলনের সাথে সম্পৃক্ত।

দেবী আফ্রোদিতিকে একসময় প্রাথমিকভাবে প্যাসিভ সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হতো।এখন তিনি মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তাঁর দৃঢ়তার জন্য।এই পুন:ব্যাখ্যা শুধুমাত্র ঐতিহ্যগতভাবে লিঙ্গ ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে না বরং আত্ম-মূল্য এবং আত্মবিশ্বাস সম্পর্কে শক্তিশালী বার্তা স্থাপন করে।
দেবী আফ্রোদিতি আধুনিক পুনরুজ্জীবন পৌরাণিক কাহিনীর স্থায়ী শক্তি এবং সমসাময়িক মূল্যবোধ এবং ধারাণাগুলোকে প্রতিফলিত করার জন্য এ গল্পগুলো কীভাবে বিকশিত হতে পারে তার একটি অনুস্মারক হিসেবে কাজ করে।

আজকের এ যুগে এসেও গ্রীক দেবী আফ্রোদিতি গ্রিক তথা পশ্চিমা সাহিত্য ও সংস্কৃতির এক চিত্তাকর্ষক চরিত্র হয়ে রয়েছে এবং থাকবে বলে আমরা বিশ্বাস।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image