• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফিলিস্তিনে ইজরায়েলের হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ-সমাবেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৫ পিএম
ফিলিস্তিনে ইজরায়েলের হামলার প্রতিবাদে
জামালপুরে বিক্ষোভ-সমাবেশ

জামালপুর প্রতিনিধিঃ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুর সদরের নান্দিনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার তৌহিদী জনতা।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সদরের নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আবু ইউসুফ ।

বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল,মুফতি মোবারক হোসাইন, মুফতি রবিউজ্জামান জিহাদ,মুফতি ইমরান হোসাইন, মুফতি আবুল হোসাইন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,মার্কিনীদের সহযোগিতায় ইজরায়েল স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে শিশুসহ নিরীহ ফিলিস্তিদের হত্যা করছে। তারা এই সন্ত্রাসী ও নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরায়েলি বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। এছাড়াও বক্তারা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে পূর্ণস্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনা করার দাবী উত্থাপন করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নান্দিনা বাজার, পশ্চিম বাজার, গরু হাটা রোড, কলেজ রোড, ব্র্যাক অফিস রোড ঘুরে পুনরায় সমাবেশস্থলে গিয়ে বিশেষ দোয়ায় মিলিত হয়।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image