ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সদরে রেললাইন ও সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় কোড্ডা এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের পূর্বপাড়া সুলতানপুর-আখাউড়া বাইপাস সড়ক ও পাশ্ববর্তী রেললাইনে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়েছিল। পরে ৯৯৯ ফোন পেয়ে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
তিনি আরও বলেন, স্থানীয়রা অজ্ঞাত নারীর লাশ দেখে চিনতে পারেনি। মৃতদেহের বিভিন্ন অংশে পিঁপড়া ও পোঁকামাকড় কামড়ে মাংস তুলে ফেলেছে। তাৎক্ষণিকভাবে মৃত নারীর সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গতরাতে অজ্ঞাত নামা ব্যক্তিরা তাকে হত্যা করে উক্ত স্থানে ফেলে রেখে যায়। লাশ শনাক্ত করা সহ ঘটনা উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ওই নারীর পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত না হলে আগামী মঙ্গলবার বেওয়ারিশ লাশ হিসেবে দাফনকাজ করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আজহার উদ্দিন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: