নিউজ ডেস্ক: ফ্লাইট পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস ব্যবহার করছে যুক্তরাজ্যভিত্তিক ইজিজেট এয়ারলাইনস। সংস্থার বেডফোর্ডশায়ার নিয়ন্ত্রণ কেন্দ্রের ২৫০ জনের বেশি কর্মী দৈনিক প্রায় দুই হাজার ফ্লাইট পরিচালনা করেন। তাদের কাজের আওতায় রয়েছে রুট পরিকল্পনা, পাইলট ও কেবিন ক্রু বরাদ্দ, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও যাত্রীদের সঙ্গে যোগাযোগ। এসব কাজ সহজ করছে এআই টুল জেটস্ট্রিম।
এ বিষয়ে ইজিজেট এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান লুন্ডগ্রেন বলেন, ‘আমরা গ্রাহকের অভিজ্ঞতা ও পরিচালনাগত দক্ষতা উন্নয়নে এআই টুল ব্যবহার করছি। প্রযুক্তিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। ইজিজেট ধারাবাহিকভাবে এআইয়ে আরো বিনিয়োগ করবে।’ খবর ও ছবি বিবিসি
ঢাকানিউজ২৪.কম / এইচ
আপনার মতামত লিখুন: