নিজস্ব প্রতিবেদক : জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের দু'পক্ষের কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে তুর্য নামে একজন শিক্ষার্থীকে দেশিয় অস্ত্র দিয়ে গুরুতর আহতের ঘটনা ঘটে। এঘটনায় স্কুলের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জিলা স্কুলের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রেদওয়ান খন্দকার মাহিন, মাহমুদুল হাসান ইমন, সৈয়দ তামিম, সৈয়দ তানভীর রশিদ প্রমূখ।
জানা যায়, গত বুধবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় বকুলতলাস্থ পাবলিক লাইব্রেরি সামনে জিলা স্কুলে ১০ শ্রেণির ছাত্র সৈয়দ রবিউল সানি তুর্যের সাথে একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ইকবাল হোসেন পূর্ণের কথা কাটাকাটি হলে ইকবাল হোসেন পূর্ণ দেশিয় ধারলো অস্ত্র দিয়ে শিক্ষার্থী তূর্যের শরীরে এবং মুখমন্ডলের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও রক্তাক্ত করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের স্কুলের ৮ম শ্রেণির প্রভাতী শাখার ছাত্র সন্ত্রাসী ইকবাল হোসেন পূর্ণ ১০ শ্রেণির ছাত্র আমাদের বন্ধু তূর্যকে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে গূরুতর আহত করেছে আমরা প্রশাসনের কাছে এবং প্রধান শিক্ষিকা ম্যাডামের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এবিষয়ে তূর্যের বড় ভাই সৈয়দ তানভীর রশিদ বলেন, আমার ছোট ভাইকে স্টেপ করে গুরুতর আহত ও রক্তক্ত করার পরে তারাই থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে জিডি করেছে। এরপর আমরা থানায় মামলা করতে গেলে জিডি বিষয়টি জানি। এরপর আমরা পূর্ণকে প্রধান আসামী করে একটি মামলা করি। আমরা স্কুলের প্রধান শিক্ষিকা ম্যাডামের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করতেছি।
জিলা স্কুলের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন বলেন, আমরা গতকাল বিষয়টি জানার পরে তূর্যকে দেখতে গিয়েছি এবং স্কুল কতৃপক্ষ তার পাশে আছে। আমরা স্কুল কমিটি অপরাধ বিবেচনা করে ৮ম শ্রেণির শিক্ষার্থী ইকবাল হাসান পূর্ণকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: