• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অন্ধ শিক্ষার্থীকে ৫০ হাজার টাকার চেক দিলেন পরিকল্পনামন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৭ পিএম
ধরগাঁও গ্রামের কৃষক মো. রুবেল মিয়ার মেয়ে
চেক দেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম এমপি

মো. জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ বিদ্যালয়ে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনার অন্ধত্ব বরণ করা শিক্ষার্থী সানজিদা আক্তার রুবিনাকে চিকিৎসার সহায়তা করলেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেলআব্দুস সালাম আর সি ডি এস পি এস সি । বুধবার বিকাল ৩ ঘটিকায়  নান্দাইল উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে  ৫০ হাজার টাকা চেক হাতে তোলে দেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি।

সানজিদা আক্তার রুবিনা উপজেলার আচারগাঁও ইউনিয়নেে ধরগাঁও গ্রামের কৃষক মো. রুবেল মিয়ার মেয়ে।  

২০২৩ সালের ২৯ আগস্ট মুসুল্লি উচ্চ বিদ্যালয়ে অটোরিকশা যোগে যাওয়ার পথে ময়মনসিংহ - কিশোরগঞ্জ মহাসড়কের মুসুল্লি এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং  অটোরিকশায় থাকা রুবিনা গুরুতর আহত হয়।  এতে তার মাথার খুলি ঢেবে যায় এবং নাক ও চোখের ভিতরের হাড় চূর্ণবিচূর্ণ হয়া সহ  বাঁ পা ভেঙে যায়। এতে তার দুটি চোখ নষ্ট হয়ে যায়। অসহায় দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় অর্থের অভাবে পরবর্তীতে চিকিৎসা বন্ধ হয়ে যায়।

চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রীর পিএস মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল, পরিকল্পনামন্ত্রীর তনয়া আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ওয়াহিদা হোসেন রূপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব আবু নছর ভুইঁয়া মাসুদ, আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু প্রমূখ।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image