খুলনা প্রতিনিধি : “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে আয়োজন করেছে একাধিক প্রতিযোগিতার।
উদ্বোধনী অনুষ্ঠানটি ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় খুলনা জেলা কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সেখানে থাকছে উদ্বোধন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ’ শিরোনামে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে নৃত্য প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত কন্যাশিশুরা।
২ অক্টোবর সকাল ১০টায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘কেমন বাংলাদেশ চাই’ শিরোনামে শিশুদের অংশগ্রহণে একটি বিশেষ অনুষ্ঠান।
৩ অক্টোবর সকাল ১০টায় শিশু একাডেমির শিশুদের জন্য রয়েছে ছড়াবলা প্রতিযোগিতা। ৪ অক্টোবর সকাল ১০টায় শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে প্রথম থেকে দশম শ্রেণির শিশুরা অংশ নেবে।
সব শিশুদের জন্য ৫ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন গ্রুপে বিভক্ত এই প্রতিযোগিতায় বিষয় হিসেবে থাকছে শিশু অধিকার, পথশিশু, শ্রমজীবী শিশুদের জীবন, এবং শিশুদের শৈশব। পথশিশু, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এতে অংশ নিতে পারবে।
৭ অক্টোবর বিকেল ৪টায় শিশু একাডেমির জেলা কার্যালয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে। সেখানে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: