জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা বেগম (২৪) নামে এক নারী একসঙ্গে তিন ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন।
বুধবার (৪ অক্টোবর) বকশীগঞ্জ পৌর এলাকার গোঁয়ালগাও মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে ওই তিন সন্তানের জন্ম দেন তাসলিমা বেগম। তাসলিমা বেগম শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার মালাকুচা গ্রামের অটো ভ্যান চালক আবদুল হালিমের স্ত্রী।
তাসলিমা বেগমের বাবা নীল বাদশা জানান, কিছুদিন আগে বাচ্চা প্রসবের জন্য আমার বাড়িতে আসেন তাসলিমা। আজ সকালে (বুধবার) প্রসব যন্ত্রণা শুরু হলে স্থানীয়ভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় পর পর তিনটি কন্যা সন্তান প্রসব করেন তাসলিমা। তিন সন্তানের প্রসবের পর তাসলিমা বেগম ও নবজাতক গুলো সুস্থ রয়েছেন। তাসলিমা বেগমের ৩ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, তিন সন্তান প্রসবের খবর পেয়ে গোঁয়ালগাও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরা বেগমকে পাঠানো হয়েছে। তিনি নবজাতকের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন এবং পরামর্শ দিয়েছেন। মা ও নবজাতক গুলো সুস্থ আছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ যেকোন প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত জানান, বিষয়টি আমি শুনেছি। মা ও তিন কন্যা সন্তানের খোঁজ নিচ্ছি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: