শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ঘাটের নৌকা ঘাটে ফিরলো ভাই-বোনের মিল হলো, রহমত আলীর পরিবারের নৌকা এলো নেতাকর্মীরা এক হলো, টুসি আপা নৌকা পেলো দুর্জয় ভাইয়ের সাথে মিল হলো এমন স্লোগানে স্লোগানে মুখরিত হলো সাবেক এমপি রহমত আলীর শ্রীপুর ভবন প্রাঙ্গণ।
গাজীপুর ৩ আসনের প্রয়াত এমপি ও মন্ত্রী এডভোকেট রহমত আলী নৌকা প্রতিক নিয়ে এ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হবার পর গত নির্বাচনে নৌকা পেয়েছিল ইকবাল হোসেন সবুজ এমপি।
এবার বর্তমান এমপি ছাড়াও নৌকার মনোনয়ন চেয়েছিলেন প্রয়াত রহমত আলীর পুত্র এড,জামিল হাসান দুর্জয় এবং কন্যা রুমানা আলী টুসি। দীর্ঘদিন যাবৎ দুই ভাই-বোন পৃথক ভাবে রাজনৈতিক সভা সমাবেশ চালিয়ে আসছিল।
গত ২৬ নভেস্বর মনোনয়ন বোর্ড রহমত আলীর কন্যাকে নৌকার মনোনয়ন দেয়।
সোমবার ২৭নভেম্বর দুই ভাই-বোনের কর্মীসমর্থকদের উপস্হিতিতে এক যোগে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের আলাদা রাজনৈতিক কর্মকান্ডের অবসান ঘটিয়ে ছোট বোনকে নৌকা প্রতীকে বিজয়ী করার জন্য এক সাথে কাজ করার ঘোষনা দেয় জামিল হাসান দুর্জয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামিল হাসান দুর্জয় বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ছোটবোন অধ্যাপিকা রুমানা আলী টুসিকে দলীয় মনোনয়ন দেয়ায় ঘাটের নৌকা ঘাটে ফিরে এসেছে। তাই আমরা শ্রীপুরবাসী ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করবো।
নৌকার মনোনয়ন প্রাপ্ত অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন, আমরা দুই ভাই-বোনের কর্মী সমর্থকসহ সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দিবো ইনশাআল্লাহ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: