নিউজ ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, তিনটি ধাপে পূজার নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ তিনি বলেন, দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সোমবার (৭ অক্টোবর) রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মো. ময়নুল ইসলাম বলেন, ঝুঁকি বিবেচনায় এবারের পূজায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা সংকট নেই৷ তবে কেউ যাতে ফায়দা নিতে না পারেন, সেজন্যই ব্যবস্থা নেয়াতে কোনো ত্রুটি রাখা হচ্ছে না৷
আইজিপি বলেন, দেশে এ বছর ৩১ হাজারের বেশি মণ্ডপে পূজা হচ্ছে দেশে৷ ঢাকায় অন্যান্য বারের চেয়ে এবার ৬টি বেশি মণ্ডপে পূজা বেশি৷ উৎসাহ-উদ্দীপনার কোনো ঘাটতি নেই কোথাও৷ কোথাও কোথাও প্রতিমা ভাঙার খোঁজ পাওয়া গেলেও সেটি নগণ্য৷
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনটি ধাপে পূজার নিরাপত্তা দেবে ৷ আগামীকাল (মঙ্গলবার) থেকেই মন্দিরগুলোতে আনসার মোতায়েন থাকবে ৷
মো. ময়নুল ইসলাম বলেন, মামলার আসামি হওয়া ১৭ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে৷ ছাত্র-জনতার বিপ্লবে ১৮৭ জন পুলিশ সদস্য তাদের বিরুদ্ধে কাজ করেছেন৷ যারা অপরাধ করেছেন এবং শৃঙ্খলা ভঙ্গ করেছেন, অনুপস্থিত থাকছেন, তাদের তো চাকরি থাকার কথা না৷ তবে পুলিশ বাহিনীতে হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: