• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কফিশপে অভিযান, ৮ অভিবাসী আটক মালদ্বীপের হুলোমালে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৯ এএম
কফিশপে মালদ্বীপের হুলোমালে  অভিযান
৮ অভিবাসী আটক

মোহাম্মদ মাহামুদু, মালদ্বীপ প্রতিনিধি : মালদ্বীপের হুলোমালে এলাকার টেকওয়ে কফিশপে অভিযান চালিয়ে ৮ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (৬ জুলাই) মালদ্বীপ ইমিগ্রেশন সার্ভিস জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ধরতে শুক্রবার অভিবাসন ও পুলিশের যৌথ টাস্কফোর্স এ অভিযান চালায়।

মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, তদন্তের জন্য এই ৮ অভিবাসীকে আটক করা হয়েছে। তবে, সংস্থাটি তাদের জাতীয়তা উল্লেখ করেনি।

মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি দীর্ঘস্থায়ী সমস্যা। মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সমস্যা সমাধানের জন্য এই জাতীয় টাস্কফোর্স গঠন করেছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় টাস্ক ফোর্স এখন পর্যন্ত ১ হাজার ৮০০ জনের বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

এদিকে, গত বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয় ২৫টি ব্যবসায়িক সেক্টরের একটি তালিকা প্রকাশ করে, যেখানে প্রবাসীদের ব্যবসা করা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন ব্যবসা চালানোসহ খাদ্য ও পানীয় বিক্রি, ট্যাক্সি পরিষেবা এবং খুচরা বাণিজ্য।

মালদ্বীপের আইন। মালদ্বীপে ওয়ার্ক ভিসাতে ব্যবসা করতে পারবেন না। এক ভিসাতে অন্য জায়গায় কাজ করতে পারবেন না। এই দেশের আইন এই রকম ।এখন এখানকার আইন মেনে কাজ করা ছাড়া উপায় কি?ফ্রি ভিসা বলতে মালদ্বীপে কিছুই নাই।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুরাঙ্গি’ নামে একটি বিশেষ অভিযানও শুরু করেছে। এর অধীনে ১ হাজার ৫০০ জনের বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। 

এ বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেছেন, অবৈধ অভিবাসনের সমস্যাটি তিন বছরের মধ্যে সমাধান করা হবে। অভিবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ অপারেশনের প্রথম ধাপ। এই কাজ এক বছরের মধ্যে শেষ হবে। সব অভিবাসীর তথ্য সংগ্রহ করে একটি সিস্টেমে দেওয়া হলে সরকার তারপরে অনিয়মিত কর্মীদের সবাইকে নিয়মিত করবে।

মন্ত্রী সতর্ক করে বলেছিলেন, যারা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হবেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই অভিযানের লক্ষ্য অভিবাসীদের গ্রেপ্তার বা নির্বাসন নয়, তাদের নিয়মিত হওয়ার সুযোগ দেওয়া।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image