• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীতে ‘হায় হোসেন’ ধ্বনিতে তাজিয়া মিছিল শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৬ পিএম
রাজধানীতে ‘হায় হোসেন ধ্বনিতে
তাজিয়া মিছিল শুরু

নিউজ ডেস্ক : রাজধানীতে পবিত্র আশুরা উপলক্ষে ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ ধ্বনিতে তাজিয়া মিছিল শুরু হয়েছে। মিছিলে অংশ নেয়া শিয়া সম্প্রদায়ের মানুষ শোকার্ত কণ্ঠে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণ করেন ।

পুরান ঢাকার হোসনি দালান থেকে সকাল ১০টায় (বুধবার, ১৭ জুলাই) মিছিলটি শুরু হয় । খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে মিছিলটি শেষ হবে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে।

তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও।

শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নিয়েছেন। মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।

শোকের এ মিছিলে অংশগ্রহণকারীদের পরনে কালো পোশাক, মাথায় কালো পট্টি, কারও হাতে আবার ঝালর দেয়া লাল, কালো ও সোনালি রংয়ের ঝান্ডা দেখা গেছে।

এর আগে, সুষ্ঠুভাবে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি বহন নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফাটানোও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image