জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) সমর্থকদের উপর হামলা ও কেন্দ্রে ভাংচুর চালিয়েছে নৌকার সমর্থকরা। এতে অন্তত ১০ জন ঈগল প্রতীকের সমর্থক আহত হন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাদ্দাম (৩২), রোকন (২৮), কফিল (২৫), ফারুক (২৫), ফরহাদ (২২), রুবেল (৩০), হামজা (১৮) ও দেলখোশ মিয়াকে (৪০) রাত ৯টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসভার শিমলাপল্লী গ্রামের তাড়িয়াপাড়া এলাকায় কয়েকদিন আগে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ডা. মুরাদ হাসান একটি নির্বাচনী ক্যাম্প নির্মান করেন। সোমবার রাত পৌণে আটটার দিকে তার কর্মী-সমর্থকরা ওই নির্বাচনী ক্যাম্পে যাচ্ছিলেন। ওই ক্যাম্পের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎপেতে থাকা নৌকার প্রতিকের কর্মী-সমর্থকরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: