• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৫০ জন অভিবাসী মালদ্বীপ ইমিগ্রেশন হেফাজতে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:১৬ পিএম
৫০ জন অভিবাসী ইমিগ্রেশন হেফাজতে 
মালদ্বীপ

মালদ্বীপ প্রতিনিধি : মালদ্বীপ ইমিগ্রেশন এবং মালদ্বীপ পুলিশ সার্ভিসের যৌথ অভিযানে। 

শনিবার  (২৯ জুন)  ৫০ জন অবৈধ অভিবাসীকে মালদ্বীপ ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে  জানিয়েছে অভিযানটি স্থানীয় বাজার সহ রাজধানী  মালে'র বিভিন্ন এলাকায় বাজার গুলোতে চালানো হয়। আটক অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি।

অভিযানের সময় ৫০ জন অনথিভুক্ত অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে, পুলিশ উল্লেখ করেছে, তাদের সবাইকে এখন ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের মতে, শনিবারের অভিযানটি ইমিগ্রেশন নিজেই পরিচালনা করেছিলো পরে পুলিশ সহযোগিতা করেছে ।

প্রতিবেদনে বলা হয়েছে  মালদ্বীপের  স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেছেন, সম্প্রতি চালু হওয়া ‘অপারেশন কুরাঙ্গি’-এর অধীনে অনথিভুক্ত অভিবাসীদের সমস্যা তিন বছরের মধ্যে সমাধান করা হবে। এই অভিযানের  লক্ষ্য অভিবাসীদের গ্রেপ্তার এবং নির্বাসন নয়, বরং তাদের নিয়মিত হওয়ার সুযোগ দেওয়া।  

অবৈধ অভিবাসন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুরাঙ্গি’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে।অভিযানের অধীনে এখন পর্যন্ত প্রায় ১৫০০ অভিবাসীর বায়োমেট্রিক্স সংগ্রহ করা হয়েছে

জাল কাগজপত্র দাখিল করে অবৈধ নিয়োগের কারণে সম্প্রতি মালদ্বীপ বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image