• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষক ও চালকসহ নিহত ৩


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:২৮ পিএম
ট্রাকের ধাক্কায় শিক্ষক ও চালকসহ নিহত ৩
জামালপুর

নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরের টিউবেলপাড় মোড় এলাকায় ট্রাক ধাক্কায় অটোরিকশার যাত্রী শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে আর একজন। সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সংবাদ পেয়ে ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ নিহতরা হলেন, মেলান্দহের কাপাশহাটিয়া এলাকার ইজিবাইক চালক রোকন মাহমুদ, মেলান্দহের শেখ সাদী এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুল মালেক ও বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান।

স্থানীয়রা বলেন, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশাটি। এসময় পেছন থেকে জামালপুরমুখী আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনা স্থলেই নিহত হয় অটোরিকশা চালক। আর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হলে পথেই মাদ্রাসা শিক্ষককের মৃত্যু হয়।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক জানান, শুক্রবার সকালে জামালপুর পৌরসভার বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে জামালপুরগামী ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক চালক রোকন মারা যান। ইজিবাইকে থাকা ৪ জন যাত্রীর মধ্যে ৩ জন গুরুতর আহত হন।  

তিনি আরও বলেন, আহতদের মধ্যে গুরুতর আহত বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এছাড়াও দুর্ঘটনায় আহত আব্দুল মালেক চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে মারা যান। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image