নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সিরাজ উদ্দিন মিয়া। বুধবার (২ অক্টোবর) তাকে নিয়োগ দিয়ে প্রঙ্গাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্যান্য কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২ বছর মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সিরাজ উদ্দিন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন। তিনি ১৯৮২ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।
২০০৯ সালে যুগ্মসচিব থাকা অবস্থায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান। সিরাজ উদ্দিন সাথী নামে বই লেখেন তিনি। আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে এ পর্যন্ত ৩২টি বই লিখেছেন।
ঢাকানিউজ২৪.কম / এইচ
আপনার মতামত লিখুন: