• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চবিতে শহীদদের স্মরণে প্রার্থনা করে একাডেমিক কার্যক্রম শুরু 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫৫ পিএম
চবিতে
শহীদদের স্মরণে প্রার্থনা করে একাডেমিক কার্যক্রম শুরু 

চবি প্রতিনিধি : প্রায় তিন মাস পর ক্যাম্পাস খোলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ মিনারে প্রার্থনা করে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অবস্থান করে এ প্রার্থনা কর্মসূচী পালন করেন এবং লাল ব্যাজ পরিধান করেন । এসময় সম্মিলিতভাবে মোনাজাত পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক। 

এসময় কর্মসূচীতে বক্তব্য দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, ' বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা অভূতপূর্ব সংস্কারের সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এ সুযোগের সদ্ব্যবহার করব। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিব। তাই আজকে  বীর শহীদের জন্য দোয়া প্রার্থনা করে একাডেমিক কার্যক্রম শুরু করব। ' 

এসময়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ' যেসব শহীদদের রক্ত মারিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণ করার জন্যই আমরা সমবেত হয়েছি। তাদের  স্মরণ করেই যেন আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয় সেজন্যই এই আয়োজন। ' 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে গত ১ জুলাই থেকে। ওই দিন থেকেই পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি করছিলেন শিক্ষক ও কর্মকর্তারা। পরে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়। এর পর থেকেই চবিতে বন্ধ আছে ক্লাস -পরীক্ষা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image