• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শাবিপ্রবিতে ভিসির বাংলোর সিসিটিভির ফুটেজ গায়েব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১৭ পিএম
ভিসির বাংলোর সিসিটিভির ফুটেজ গায়েব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক গায়েবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া সিলেট মহানগরের জালালাবাদ থানায় ওই জিডি করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ।তিনি বলেন, ঘটনাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, হার্ডডিস্কটি কে বা কারা সরিয়ে ফেলেছে। হার্ডডিস্কের বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। তবে এতে সংরক্ষিত ফুটেজ অতি গুরুত্বপূর্ণ; যা অর্থমূল্যে মূল্যায়ন করা সম্ভব নয়।

জিডিতে উল্লেখ করা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের বাসভবনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি কমিটি কাজ করছে। গত ৯ সেপ্টেম্বর থেকে কমিটি ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শনের সময় অফিসকক্ষে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের হার্ডডিস্ক দেখতে পায়নি।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image