• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৪ এএম
লেবাননে স্থল অভিযান শুরুর পর ছয় দিনে
৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে স্থল অভিযান শুরুর পর ছয় দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। শনিবার (৫ অক্টোবর) ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানয়েছে। (খবর টাইমস অব ইসরাইল)।

একই দিন সংবাদ সম্মেলনে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমরা হিজবুল্লাহ’র সন্ত্রাসীদের লেবাননের উত্তর দিকে ঠেলছি। সন্ত্রাসীদের একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনাসদস্যদের কাছে পরাজিত ও নিহত হয়েছে।’

ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, ‘প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্যপূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না, হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেয়া হবে না।
 
গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত চলছিল। তবে গত ২৩ সেপ্টেম্বর লেবাননে বড় আকারে বিমান হামলা শুরু করে ইসরাইল। এতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর গত সোমবার (৩০ সেপ্টেম্বর) স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরাইলি বাহিনী। 
 
লেবাননে ইসরাইলের চলমান হামলার মধ্যেই গেল শুক্রবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনের।
 
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী, সাফিউদ্দিনের ভূগর্ভস্থ বাঙ্কার লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালানো হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। যদিও বিভিন্ন গণমাধ্যমের হিজবুল্লাহর অনিশ্চিত ভবিষ্যত নিয়ে করা প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আবার দিনশেষে ইসরাইলকে অস্ত্র দিয়ে সাহায্য করা দেশের দ্বিমুখীতার নিন্দা জানিয়েছেন তিনি। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image