• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে: এরদোগান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০৮ পিএম
তিনি এসব কথা বলেন।
রিসেপ তাইয়্যেপ এরদোগান

নিউজ ডেস্ক:  দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েল নতুন করে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। 

শনিবার ইস্তানবুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, হামাস ও হিজবুল্লাহর আগ্রাসনের যে কথা ইসরাইল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে।

তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা বজায় রাখবো। তুরস্ক একমাত্র দেশ যারা, ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনও পিছপা হবে না। তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে।

পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন তুর্কী প্রেসিডেন্ট বলেন, তারা নিজেদের স্বাধীনতার রক্ষক দাবি করে। কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ। এমনকি ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না। যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে, তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফ্যাসিবাদকে রক্ষা করে চলেছে।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image