নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর এক নাম্বারে অবস্থিত 'মুক্তবাংলা বহুমুখী কো-অপারেটিভ সোসাইটি লিঃ' এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ অক্টোবর) রাজধানীর মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে মোট ভোটার সংখ্যা ২৩৩ জন।
নির্বাচনে দুটি প্যানেলে ১৮ জন এবং একজন স্বতন্ত্রসহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে জুম্মান-শাহজাহান-মিজানুর পরিষদে সভাপতি পদে মোঃ আব্দুল হামীদ জুম্মান, সহ-সভাপতি মোঃ শাহজাহান (দাদা), সম্পাদক মুহাঃ মিজানুর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান (তুহিন), এছাড়াও পরিচালক পদে এস.এম আমিন উদ্দিন (আমিন), মোঃ নজরুল ইসলাম (নাসির), মোঃ মজিবুর রহমান ও মোহাম্মদ আবু সাইদ চৌধুরী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে কালাম-আক্কাস-শাহ্জাহান পরিষদে সভাপতি পদে এ্যাডঃ মোঃ আবুল কালাম, সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, সম্পাদক ঢালী মোঃ শাহ্জাহান, সহ-সম্পাদক মোঃ সুলতান মাহমুদ অপু মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল গোফরান, এছাড়াও পরিচালক পদে মোঃ সোহরাব হোসেন, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আল-আমিন চৌধুরী ও মোঃ মোবারক হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মোঃ সোহরাব হোসেন শুভ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জয়ী হলে পূর্ণ প্যানেল গঠন করবে।
নির্বাচন চলাকালীন সময়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ সোহরাব হোসেন শুভ জানান, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট চলছে। আমি আশা করি, ভোটাররা একজন সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। যাতে করে আগামী দিনগুলোতে মার্কেটের ব্যবসায়ীদের সুখে-দুখে এবং সমিতির উন্নয়নে কাজ করতে পারেন। নির্বাচনে আমি জয়ী হতে পারলে, মার্কেটের সামনে চাঁদাবাজিসহ সকল ধরনের অনৈতিক কর্মকান্ড বন্ধ করে দেবেন। তাছাড়া নির্বাচনে যেই হোক, তাদের নিয়ে সমিতির উন্নয়নে কাজ করবে বলে জানান তিনি।
নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার মোঃ জহিরুল আলম ভূঁইয়া জানান, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা নির্বাচন আচরণবিধী মেনে ভোটে অংশগ্রহণ করছে। তাছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: