• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আন্দোলনে উত্তরায় নিহত ২৮, আহত ১৯৭ জন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:১৪ পিএম
চব্বিশের উত্তরা’ নামের একটি সংগঠন
আন্দোলনে উত্তরায় নিহত ২৮, আহত ১৯৭ জন

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার আন্দোলনে ২৮ জন নিহত এবং আহত হয়েছেন ১৯৭ জন। আর নিখোঁজ রয়েছেন একজন।

এক সংবাদ সম্মেলনে শনিবার (৫ অক্টোবর) সকালে উত্তরা-১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজে এ তালিকা প্রকাশ করেছে ‘চব্বিশের উত্তরা’ নামের একটি সংগঠন।

সম্মেলনে চব্বিশের উত্তরা সংগঠনের সদস্য মনীষা মাফরুহা বলেন, ‘বুলেটে হতাহতের সংখ্যা ১০৯ জন, ছোররা বুলেটে ১০২ জন এবং অন্যান্য ৩০ জন। নিহতদের মধ্যে ছাত্র রয়েছেন ১৯ জন। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯৪ জন। ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ১০ জন ও ক্লিনিকে আটজন।’
 
তিনি আরও বলেন, ‘১৮ জুলাই ও ৫ আগস্ট সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর চিকিৎসা দরকার ৩৪ জনের। চোখের চিকিৎসা দরকার ১৩ জনের।’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ মুগ্ধের বড় ভাই মীর মানবুবুর রহমান স্নিগ্ধের হাতে এ সময় তালিকাটি তুলে দেয়া হয় ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image