• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সালমানের ঘড়িতে ৭১৪টি সাদা হীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫০ এএম
৭১৪টি সাদা হীরা
সালমানের ঘড়ি

বিনোদন ডেস্ক  : বলিউড অভিনেতা সালমান খানের বিলাসবহুল জীবন নিয়ে এবার তিনি আলোচনায় উঠে এলেন হাতঘড়ির জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাইজানের একটি ভিডিও। এতে তার হাতঘড়িটি নজর কেড়েছে নেটিজেনদের।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গহনা ও ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড ‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’র প্রতিষ্ঠাতা জ্যাকব আরবো সালমান খানের সঙ্গে পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, জ্যাকব আরবো সালমানকে একটি হাতঘড়ি পরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন। তারপর ঘড়িটি ক্যামেরার দিকে ধরেন অভিনেতা। 

ক্যাপশনে জ্যাকব আরবো জানান, তিনি খুব কমই কাউকে তার বিলিয়নেয়ার থ্রি ঘড়ি পরতে দেন। তিনি লিখেছেন, ‘আমি কখনই কাউকে আমার বিলিয়নেয়ার ট্রাই করতে দিইনি, কিন্তু @beingsalmankhan-এর জন্য আমি এটি ব্যতিক্রম করেছি।’

এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চায় পরিণত হয়েছেন সালমান খান ও তার হাতঘড়ি। সালমান খানের হাতঘড়ির মডেল বিলিয়নিয়ার থ্রি। বিলাসবহুল এ ঘড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হীরা-পান্না।

জ্যাকব অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুসারে, সালমান খানের এ ঘড়ির ভেতরের রিংয়ে মোট ১৫২টি সাদা পান্না-কাটা হীরা রয়েছে; যার প্রতিটি অংশে ৭৬টি হীরা ব্যবহার করা হয়েছে। 

ঘড়ির চেইন ৫০৪টি সাদা পান্না-কাটা হীরা দিয়ে সজ্জিত। মুভমেন্ট ব্রিজগুলোতে ৫৭টি হীরা রয়েছে। এতে মোট ৭১৪ টি সাদা হীরা ব্যবহার করা হয়েছে। বিলাসবহুল ঘড়িটির মূল্য ৪১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৯ কোটি ৬১ লাখ টাকার বেশি)।

সালমানকে সর্বশেষ মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি সিনেমাতে দেখা গিয়েছিল। সিনেমাটি আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ, যার মধ্যে রয়েছে ওয়ার ২, আলফা এবং পাঠান। অভিনেতাকে আগামীতে সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশন-থ্রিলার সিকান্দারে দেখা যাবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image