• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

স্বস্তিকার মঞ্চে অভিনীত হল টু ফুল ম্যান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৯ পিএম
স্বস্তিকার মঞ্চে
অভিনীত হল টু ফুল ম্যান

বিনোদন ডেস্ক : গত  ৫ অক্টোবর'২৪ তারিখে স্বস্তিকা (একটি মানবিক সংগঠন ও বন্ধুদের প্লাটফর্ম) কর্তৃক আয়োজিত গৌরবের ১ম বর্ষপূর্তি উদযাপন এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের দ্যা ভিলেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নাট্য-ন্যায্য “টু ফুল ম্যান” মুকাভিনয় প্রদর্শন করে। পরিবেশনায় সামাজিক মূল্যবোধ-নৈতিক আচরণ এবং সমাজে নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ এর সুফল এবং নেতিবাচক কর্মকান্ডের ব্যাঙ্গাত্মক চিত্র ফুটে ওঠে। পরিবেশনার শেষে নাট্য-ন্যায্য দলকে সম্মাননা স্মারক ও কলাকুশলিদের অভিনন্দন পত্র প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম এর পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সম্মানিত অতিথি  শিক্ষক প্রমা অবন্তি।
 
পরিবেশনায় দেখা যায়, দুজন পথচারী প্রচন্ড তাপদাহে হাটাহাটি করার পর তৃষ্ণার্ত হয়ে একটি পার্কের বেঞ্চে এসে বসে। তৃষ্ণায় দুজনই কাতর। এক পর্যায়ে তারা দুজনই একটি জলের বোতল দেখতে পায়। দুজনই ছুটে যায় বোতলের দিকে। শুরু হয় তাদের মধে লড়াই। 

তাদের উদ্দেশ্য যে কোন একজনই পুরো জলটি পান করে নেওয়া। এবং শুধু নিজের তৃষ্ণা যাতে লাঘব হয় সেই উদ্দেশ্য হাসিল করা। পেশির জোর-ক্ষমতার লড়াই-একে অপরের প্রতি চাটুকারিতা-দুষ্টবুদ্ধির প্রতিযোগিতায় তারা কেউ জয়ী হতে পারে না। পরক্ষনেই আরও দুজন পথচারী মঞ্চে উপস্থিত হয়। জলের বোতলটি থেকে দুজনই ভাগাভাগি করে পানি পান করে নিজেদের তৃষ্ণা মেটায়। আর উদারতা ও বন্ধুত্ব্বের পরিচয় দেয়।

চমৎকার এই পরিবেশনাটির অভিনয়ে ছিলেন সুজয় বাছাড়, মোঃ মাহমুদুল হাসান, ঈমন কুমার দেব নাথ এবং সুমেধ বড়ুয়া। আবহ প্রক্ষেপণে ছিলেন দিগন্ত দেব রায়। ভাবনা ও নির্দেশনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী,কথাসুন্দর নাট্যদলের সদস্য এবং নাট্য-ন্যায্য এর প্রতিষ্ঠাতা সুমেধ বড়ুয়া।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image