• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কয়েক ঘণ্টায় ৬০০ জনকে হত্যা  


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:২৮ পিএম
বারসালোঘোতে গত আগস্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে
কয়েক ঘণ্টায় ৬০০ জনকে হত্যা  

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বারসালোঘোতে গত আগস্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠী কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৬০০ জনকে হত্যা করেছে।  শুক্রবার (৪ অক্টোবর) এক রিপোর্টে এমন দাবি করা হয়েছে। সিএনএনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভির। 

খবরে বলা হয়েছে, গত ২৪ আগস্ট বারসালোঘোর বাসিন্দাদের গুলি করে হত্যা করা হয়। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংস্থা জামা'আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমের (জেএনআইএম) সদস্যরা বাইকে করে ওই এলাকায় প্রবেশ করে এবং বাসিন্দাদের গুলি করে হত্যা করে।

জঙ্গিদের থেকে নিরাপদে থাকতে বারসালোঘোয় পরিখা খননের নির্দেশ দিয়েছিল বুরকিনা ফাসোর সেনাবাহিনী। ঘটনার দিন পরিখা খনন করছিলেন এমন এক ব্যক্তি সিএনএন'কে জানান, তিনি ওই শহর থেকে চার কিলোমিটার দূরে ছিলেন। সকাল আনুমানিক ১১টার দিকে প্রথম গুলির শব্দ শুনতে পান। 

জাতিসংঘের পক্ষ থেকে প্রথমে নিহতের সংখ্যা আনুমানিক ২০০ জন জানানো হয়। পরে জেএনআইএম জানায়, তারা অন্তত ৩০০ জন 'যোদ্ধাকে' হত্যা করেছে। ফরাসি সরকারের নিরাপত্তা প্রতিবেদনে বরাত দিয়ে সিএনএন বলছে, ওই হামলায় অন্তত ৬০০ জন নিহত হয়েছে। 

ওই হামলায় পরিবারের দুইজন সদস্যকে হারানো প্রাণে বেঁচে যাওয়া আরেকজন বলেন, জেএনআইএম সারাদিন ধরে মানুষকে হত্যা করেছে। তিনি বলেন, তিনদিন ধরে আমরা লাশ সংগ্রহ করেছি। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image