• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লেবাননজুড়ে ইসরায়েলের হামলায় নিহত ১০৫ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২০ এএম
নিহত ১০৫ 
লেবাননজুড়ে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী লেবাননে একের পর এক হামলা চালিয়েছে যাচ্ছে। দেশটিতে ইসরায়েলের নতুন করে চালানো অতর্কিত হামলায় অন্তত ১০৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫৯ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার (৩০ সেপ্টেম্বর)  এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন শহরের কাছে আইন-আল দেবলে হামলা চালায় ইসরায়েল। এতে দুইটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছে ৩২ জন। এই হামলাকে লেবাননের রাজনীতিবিদরা গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন। 

সোমবার ভোরে দেশটির স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের কেন্দ্রে কোলা ব্রিজ এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। লেবানন বলছে, গত ২৪ ঘণ্টায় সব মিলিয়ে শতাধিক মানুষ নিহত হয়েছে। 

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবাননের কর্মকর্তারা বলছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে বাড়ি ও ভবন লক্ষ্য করে বোমাবর্ষণ হয়েছে। বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল গভর্নরেটে এসব হামলা হয়েছে। 

বিশেষজ্ঞদের বক্তব্য, হিজবুল্লাকে ইসরায়েল যতটা সংগঠিত এবং মজবুত বলে মনে করেছিল, বাস্তবে তাদের তেমনটা মনে হচ্ছে না। বরং যথেষ্ট ছন্নছাড়া বলেই মনে হচ্ছে। 
বিশেষজ্ঞের মতে, অনেকেই মনে করছেন, ইসরায়েল হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে মারার জন্য একের পর এক আক্রমণ চালিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ইসরায়েলের অভিযান সার্বিকভাবে হিজবুল্লাহত বিরুদ্ধে। উল্লেখ্য, ইসরায়েলের আক্রমণে ইতিমধ্যেই নাসরুল্লাহের মৃত্যু হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image