আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের ভিনহেদোতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (০৯ আগস্ট) এয়ারলাইন ভোপাস লিনহাস এরিয়াসের পরিচালিত বিমানটি পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলোর গুয়ারুলহোয়েস যাওয়ার পথে বিধ্বস্ত হয়। বিমানে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন, এবং এরা সবাই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সাও পাওলোর রাজ্য ফায়ার ব্রিগেড সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তারা ক্র্যাশ সাইটে সাতটি দল পাঠিয়েছে। এয়ারলাইন বোপাস এক বিবৃতিতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এর কারণ সম্পর্কে কিছু জানায়নি।
স্থানীয় টিভি চ্যানেল গ্লোবো নিউজে প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে। অতিরিক্ত ফুটেজে বিমানটিকে দ্রুত নিচে নামতে এবং গাছের মধ্যে পড়ে ধোঁয়ার মেঘ উড়তে দেখা গেছে।
দক্ষিণ ব্রাজিলের এক অনুষ্ঠানে, রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালন করতে বলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: